ইউক্রেনে গতরাতে রাশিয়ার বিমান হামলায় দু’জন নিহত হয়েছে। আজ মঙ্গলবার ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য জানান। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী মস্কো লক্ষ্য করে ইউক্রেনীয় কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছে। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য যাওয়ার আগমুহূর্তে হামলার ঘটনা ঘটলো। রাশিয়ার আক্রমণ বন্ধ না করায় মার্কিন প্রেসিডেন্ট হতাশা প্রকাশ করেছেন। কিয়েভের বিমান বাহিনী জানায়, গতরাতে রাশিয়া ইউক্রেনে তিনটি ক্ষেপণাস্ত্র ও ১১৫টি ড্রোন হামলা চালায়। বেশিরভাগ ড্রোনই ভূপাতিত করা হয়েছে। তবে, সরকারি কর্মকর্তারা জানান, জাপোরিঝিয়ায় একজন এবং ওডেসায় আরো একজন নিহত হয়েছে। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের ভূখণ্ডে ৬৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শুভদিন অনলাইন রিপোর্টার:
ইউক্রেনে গতরাতে রাশিয়ার বিমান হামলায় দু’জন নিহত হয়েছে। আজ মঙ্গলবার ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য জানান। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী মস্কো লক্ষ্য করে ইউক্রেনীয় কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছে।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য যাওয়ার আগমুহূর্তে হামলার ঘটনা ঘটলো।

রাশিয়ার আক্রমণ বন্ধ না করায় মার্কিন প্রেসিডেন্ট হতাশা প্রকাশ করেছেন।

কিয়েভের বিমান বাহিনী জানায়, গতরাতে রাশিয়া ইউক্রেনে তিনটি ক্ষেপণাস্ত্র ও ১১৫টি ড্রোন হামলা চালায়। বেশিরভাগ ড্রোনই ভূপাতিত করা হয়েছে।

তবে, সরকারি কর্মকর্তারা জানান, জাপোরিঝিয়ায় একজন এবং ওডেসায় আরো একজন নিহত হয়েছে।

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের ভূখণ্ডে ৬৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *