নিহত ফায়ার ফাইটার শামীম আহমেদের জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টার অংশগ্রহণ

শুভদিন অনলাইন রিপোর্টার:

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল কারখানায় অগ্নি দুর্ঘটনায় নিহত ফায়ার ফাইটার শামীম আহমেদ (৪০)-এর নামাজে জানাজা আজ বাদ এশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের হেডকোয়ার্টার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্বে) খন্দকার মোঃ মাহাবুবুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এনডিসি সহ শহিদ শামীম আহমেদ-এর সহকর্মীগণ অংশগ্রহণ করেন।

এর আগে তাঁকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষ থেকে গার্ড অভ অনার প্রদান করা হয়।

জানাজা শেষে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় বার্ন ইনস্টিটিউট একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল এবং এখানকার চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো। এখানকার ডাক্তাররা সবাই দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি বলেন, শামীম আহমেদ নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন এবং আজ কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন ও শহিদি মর্যাদা দান করেন- আমরা সে কামনা করি।

উপদেষ্টা জানান, আহত বাকি তিনজন ফায়ার ফাইটারের উন্নত চিকিৎসার জন্য আজ রাত সাড়ে দশটায় সিঙ্গাপুর থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় আসবেন। তিনি এসময় চিকিৎসাধীন বাকি তিনজন ফায়ার ফাইটারের দ্রুত আরোগ্যের জন্য সকলের দোয়া কামনা করেন।

উপদেষ্টা পরে নিহত শামীম আহমেদ-এর পরিবারকে সমবেদনা জানান। তিনি পরিবারটির জন্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা হিসেবে ফিক্সড ডিপোজিট করে দেয়া ও সন্তানদের জন্য শিক্ষা বৃত্তির ব্যবস্থা করার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, গতকাল (২২ সেপ্টেম্বর) গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল কারখানায় সংঘটিত অগ্নি দুর্ঘটনায় আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরাধীন টঙ্গী ফায়ার স্টেশনের ৪ জন ফায়ার ফাইটার আহত হয় যাদেরকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিলো। তাদের মধ্যে গুরুতর আহত (১০০% দগ্ধ) দু’জনের একজন শামীম আহমেদ আজ বিকাল তিনটায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *