মাচাদোর নোবেল জয়, হোয়াইট হাউসের কটাক্ষ

শুভদিন অনলাইন রিপোর্টার:

এ বছর শান্তিতে নোবেল পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা ও পশ্চিমা ঘেঁষা রাজনীতিবিদ মারিয়া কোরিনা মাচাদো। যদিও বছর জুড়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে নিয়ে নানা জল্পনা-কল্পনা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্পের ভাগ্যে এবারের নোবেল জোটেনি। মাচাদোর নোবেল প্রাপ্তির খবরে কটাক্ষ করে প্রতিক্রিয়া দিয়েছে হোয়াইট হাউস। অসন্তোষ প্রকাশ করে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চুং এক্স বার্তার এক পোস্টে লিখেছেন, নোবেল কমিটি প্রমাণ করল যে তারা শান্তির চেয়ে রাজনীতিকে বেশি গুরুত্ব দেয়। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শান্তিচুক্তি সম্পন্ন করা, যুদ্ধ শেষ করা এবং জীবন বাঁচানোর কাজ চালিয়ে যাবেন।
অন্যদিকে মাচাদোর নোবেল প্রাপ্তিকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মহল। জাতিসংঘের মানবাধিকার অফিস (ওএইচসিএইচআর) এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান উরসুলা ভন ডার লেন মাচাদোকে অভিনন্দন জানিয়েছেন। ওএইচসিএইচআর-এর মুখপাত্র বলেছেন, এই স্বীকৃতি ভেনেজুয়েলার জনগণের ‘মুক্ত ও সুষ্ঠু নির্বাচন, নাগরিক ও রাজনৈতিক অধিকার এবং আইনের শাসনের’ স্পষ্ট আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে।
ইইউ প্রধান বলেন, এই পুরস্কার মাচাদোর সাহস এবং দৃঢ় প্রত্যয়কে সম্মানিত করে, যা নীরব থাকতে অস্বীকার করা প্রতিটি কণ্ঠস্বরকে শ্রদ্ধা জানায়। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেপুল এবং ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলাও মাচাদোকে অভিনন্দন জানিয়েছেন। মেটসোলা তার এক্স পোস্টে লেখেন, ভেনেজুয়েলায় স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য মাচাদোর নিরলস সংগ্রাম বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের হৃদয় স্পর্শ করেছে এবং তাদের অনুপ্রাণিত করেছে।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *