শুভদিন অনলাইন রিপোর্টার:
প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের দীর্ঘ পাঁচ বছরের দাবী ‘প্রবীণ সাংবাদিক (মাসিক) সম্মানী ভাতা চালুর’ প্রস্তাব যাহা পরবর্তীতে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক প্রদত্ত খসড়া নীতিমালা সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের ( সচিবালয় সভাকক্ষে) অনুষ্ঠিত সভায় সর্ব সম্মতভাবে চুড়ান্ত হয়েছে গত ৯ অক্টোবর ২০২৫ ইং তারিখে। পয়ষঁষ্টি বয়সোর্ধব প্রত্যেক অসচ্ছল সাংবাদিক মাসে ১০ (দশ) হাজার টাকা সম্মানী ভাতা পাবেন।
২০২০ সালে প্রবীণ সাংবাদিকদের প্রতি মাসে ২০ (বিশ) হাজার টাকা সম্মানী ভাতা প্রদানের দাবী আদায়ের লক্ষে প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদ নামের অত্র সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছিল। অবশেষে অত্র সংগঠনের দীর্ঘ আন্দোলন সংগ্রামের সুফল বাংলাদেশের প্রবীণ সাংবাদিকরা গত ৯ অক্টোবর ২০২৫ খসড়া নীতিমালা চুড়ান্তের মাধ্যমে সফলতার মূখ দেখছে। চুড়ান্ত এই নীতিমালার ফাইলে মাননীয় তথ্য ও সম্প্রচার উপদেষ্টার স্বাক্ষর হলেই উহা গেজেট আকারে প্রকাশ করে বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে।
এ জন্য সংগঠনের পক্ষ থেকে সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম করম আলী ও সাধারণ সম্পাদক শিকদার আবদুস সালাম সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের উপদেষ্টা,সচীব, উপ-সচিব বিশেষ করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি মোহাম্মদ আব্দুল্লাহ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।