আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। শনিবার (১১ অক্টোবর) রাতে একই ওড়নায় গলায় ফাঁস দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ঘরে তাদের তিন বছরের শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন দারোগোল্লা গ্রামের সাব্বির আহমেদ (৩২) ও তার স্ত্রী সিনথিয়া বেগম (১৯)। তাদের একটি তিন বছরের ছেলে সন্তান রয়েছে, যে ঘটনাস্থল থেকে অক্ষত অবস্থায় উদ্ধার হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে রুবেল মিয়ার ভাড়া বাসার একটি কক্ষে দীর্ঘ সময় ধরে দরজা বন্ধ থাকায় প্রতিবেশীদের সন্দেহ হয়। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় দেখা যায়, একই ওড়নায় ফাঁস দিয়ে স্বামী-স্ত্রী ঝুলে আছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠায়।
সোনারগাঁ থানা পুলিশের এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে তারা আত্মহত্যা করে থাকতে পারেন। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
গ্রামজুড়ে এখন শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুটির ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।