ট্রেনের টিকিট কালোবাজারি রোধে কাজ করছে টাস্কফোর্স, ৭ দিনে জরিমানাসহ ভাড়া আদায় ১৭ লাখ ২৬ হাজার টাকা

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ১৩০১

শুভদিন অনলাইন রিপোর্টার:

টিকিট যার ভ্রমণ তার’ নীতি বাস্তবায়ন এবং টিকিট কালোবাজারি রোধকল্পে ২৩টি টাস্কফোর্স গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।

এসব টাস্কফোর্স গত ৬ অক্টোবর থেকে বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেনে অভিযান পরিচালনা করছে। অভিযানকালে বিনা টিকিটে ভ্রমণ, নিজ আইডি ব্যতীত অন্যের আইডি দ্বারা ক্রয়কৃত টিকিটে ভ্রমণসহ বিভিন্ন অপরাধে  ১২ অক্টোবর পর্যন্ত মোট ৪ লাখ ৯৭ হাজার টাকা জরিমানা ও টিকিটের প্রকৃত মূল্যবাবদ ১২ লাখ ২৯ হাজার টাকা, মোট ১৭ লাখ ২৬ হাজার টাকা আদায় করেছে টাস্কফোর্স। এ সময় টাস্কফোর্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ টিকিটের উপর যাত্রীর মুদ্রিত নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বর, যাত্রী কর্তৃক প্রদর্শিত পরিচয়পত্র যাচাইসহ চেকিং কার্যক্রম পরিচালনা করেন।

এসময় বিনা টিকিটের মোট ৬ হাজার ২৭৮ জন ও অন্যের আইডি দ্বারা ক্রয়কৃত টিকিটে ভ্রমণকারী ১ হাজার ৮৫৩ জন যাত্রী শনাক্ত করা হয়।

এর মধ্যে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলে বিনা টিকিটের ৩ হাজার ২৫৭ জন ও অন্যের আইডি থেকে ক্রয়কৃত টিকিটধারী ৯৮৬ জন যাত্রী শনাক্ত করা হয়। এদের নিকট হতে নিয়মিত ভাড়া বাবদ ৪ লাখ ৭১ হাজার ৬৫০ টাকা ও জরিমানা বাবদ ২ লাখ ৬ হাজার ৪১৫ টাকা, মোট ৬ লাখ ৭৮ হাজার ৬৫ টাকা আদায় করা হয়।

একইভাবে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলে বিনা টিকিটের ৩ হাজার ২১ জন ও অন্যের আইডি ব্যবহার করে ক্রয়কৃত টিকিটে ভ্রমণকারী ৮৬৭ জন যাত্রী শনাক্ত করা হয়। তাদের নিকট থেকে নিয়মিত ভাড়া বাবদ ৭ লাখ ৫৪ হাজার টাকা ও জরিমানা বাবদ ২ লাখ ৯০ হাজার ৮৭১ টাকা, মোট ১০ লাখ ৪৮ হাজার ৩০৭ টাকা আদায় করা হয়। এসময় টিকিট কালোবাজারির সাথে জড়িত ৫৩টি মোবাইল নম্বর  ব্লক করার সুপারিশ করা হয়।

বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলের জন্য যথাক্রমে ১৩টি ও ১০টি করে মোট ২৩টি টাস্কফোর্স কাজ করছে। রেলওয়ের নিয়মিত টিকিট চেকিং এর অতিরিক্ত হিসাবে টাস্কফোর্স এর কার্যক্রম অব্যাহত থাকবে। দায়িত্ব পালনকালে টাস্কফোর্সের সদস্যগণ যাত্রীদের টিকিট চেকিংসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবেন। এসময় টিকিটবিহীন কোনো যাত্রী শনাক্ত হলে বা একজনের টিকিটে অন্য কেউ ভ্রমণ করতে চাইলে তাদেরকে আইন অনুযায়ী জেল-জরিমানার শাস্তি প্রদান করবে  টাস্কফোর্সের সদস্যগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *