আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলি পার্লামেন্টে এক ভাষণে ইরানকে ‘সন্ত্রাসের এক নম্বর রাষ্ট্র’ হিসেবে আখ্যা দিয়ে এবং পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে দাবি করার পর মঙ্গলবার তেহরানের বিরুদ্ধে ‘ভিত্তিহীন এবং লজ্জাজনক অভিযোগ’-এর তীব্র নিন্দা জানিয়েছে ইরান।
তেহরান থেকে সিনহুয়া এ খবর জানিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াশিংটনকে ‘বিশ্বে সন্ত্রাসবাদের বৃহত্তম পৃষ্টপোষক’ হিসেবে নিন্দা করেছে এবং বলেছে, অন্যদের দোষারোপ করার নৈতিক কর্তৃত্ব তাদের নেই।
বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্পের মন্তব্য ছিল জুনে ইরানের ভূখণ্ডে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের ‘যৌথ অপরাধ’কে ন্যায্যতা দেওয়ার প্রচেষ্টা, যেখানে নারী ও শিশুসহ ১ হাজার জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল।
এছাড়া বেশ কয়েকজন প্রভাবশালী পরমাণু বিজ্ঞানীও প্রাণ হারিয়েছেন।
বিবৃতিতে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইসরাইলের ‘গণহত্যা এবং যুদ্ধের উসকানি’-তে মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে এবং বলা হয়েছে, ইসরাইলের প্রতি ওয়াশিংটনের সমর্থন, তার ‘হস্তক্ষেপবাদী’ নীতি এবং অস্ত্র বিক্রি পশ্চিম এশিয়ায় এটিকে ‘অস্থিতিশীলতার সবচেয়ে বড় উৎস’ করে তুলেছে।
ইরান ট্রাম্পের শান্তির জন্য প্রকাশিত আকাঙ্ক্ষাকে ভণ্ডামি বলে উড়িয়ে দিয়েছে। ইরানের পরমাণু স্থাপনায় হামলা এবং ২০২০ সালে মার্কিন জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা ওয়াশিংটনের ‘শত্রুতাপূর্ণ এবং অপরাধমূলক আচরণের’ প্রমাণ হিসেবে উল্লেখ করেছে।