মোঃ নূরুল ইসলাম সবুজ গাজীপুরঃ
গণ-আন্দোলনের ৫ দফা দাবি আদায় ও নভেম্বরের গণভোটের দাবিতে বাংলাদেশ জামাতে ইসলামী গাজীপুর মহানগর জামাতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে।
আজ শনিবার সকালে জেলা শহরের শিববাড়ী মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গাজীপুর মহানগর জামাতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত মনোনীত গাজীপুর ২ আসনের এমপি প্রার্থী জননেতা মোঃ হোসেন আলী, গাজীপুর ৫ আসনের এমপি প্রার্থী জননেতা খাইরুল হাসান গাজীপুর মহানগর জামাতের সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক,সহকারী সেক্রেটারি আফজাল হোসাইন, মহানগর শিবিরের সভাপতি রেজাউল ইসলাম, আজহারুল ইসলাম,ব্যবসায়ী নেতা, চিকিৎসক নেতা, সকল পেশাজীবী নেতৃবৃন্দ সহ স্থানীয় জামাত ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ।
৫ দফা দাবীর মধ্যে রয়েছে- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা,এর আগে নভেম্বরে গণভোট করে জুলাই সনদের মেন্ডেট নিয়ে আগামী জাতীয় নির্বাচনে উভয়কক্ষে পি, আর পদ্ধতি চালু করা, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা,স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।