শিক্ষক ঘাটতি পূরণে নওগাঁর অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শনিবারে চলেছে ক্লাস শনিবারে চলেছে ক্লাস

বিশেষ প্রতিনিধিঃ

শিক্ষক-কর্মচারীদের দাবি আদায়ের লক্ষ্যে শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের এ শিখন ঘাটতি পূরণের লক্ষ্যে নওগাঁর অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শনিবারে চলছে ক্লাস। এতে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা।
জানা যায়, শিক্ষক-কর্মচারিদের দাবি আদায়ের জন্য গত ১৩ অক্টোবর সোমবার থেকে ২১ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত ৬ দিন কর্মবিরতি পালন করেন শিক্ষক-কর্মচারীরা। এ কর্মবিরতির কারণে শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি হয়েছে তা পূরণের লক্ষ্যে এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশা জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি পরীক্ষার আগ পর্যন্ত শনিবারে ক্লাস চালানোর জন্য অনুরোধ করেন। তাঁর অনুরোধ অনুযায়ী আজসহ আগামী ৩ শনিবার শ্রেণি কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নেন নওগাঁর শিক্ষক-কর্মচারীরা। সে মোতাবেক আজ ২৫ অক্টোবর শনিবার এবং আগামী ১, ৮ ও ১৫ নভেম্বর শনিবার ক্লাস পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছেন নওগাঁর শিক্ষকরা।
জেলার বদলগাছী উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও গোবরচাঁপা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নূর ইসলাম বলেন, আমাদের দাবি পূরণ করায় বর্তমান সরকারকে অভিনন্দন জানাই। সেই সাথে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে তা পূরণের জন্য কেন্দ্রীয় নির্দেশনায় আমরা শনিবারেও শ্রেণি কার্যক্রম পরিচালনা করছি।
নওগাঁ জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও রাণীনগর উপজেলার মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল গফুর প্রাং বলেন, আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলা আন্দোলন থেকে শ্রেণি কার্যক্রম বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছিল। সেই ঘোষণা অনুযায়ী জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ ছিল। এতেকরে শিক্ষার্থীদের শিখন ঘাটতি তৈরি হয়। সেই ঘাটতি পূরণে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক জেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে আজ শনিবার ক্লাস চলছে। আমরা কেন্দ্রীয় এ নির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *