সোনারগাঁয়ে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপি নেতা শাহজাহান মেম্বারের সংবাদ সম্মেলন

আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ পৌরসভার বিএনপির সভাপতি ও জেলা আহবায়ক কমিটির সদস্য মোঃ শাহজাহান মেম্বার তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো মিথ্যা ও বানোয়াট অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

২ নভেম্বর ২০২৫ সন্ধ্যা সাতটায় সোনারগাঁয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন যে, আট বছর আগে শাহজাহান মেম্বারের কাছে তার ৫০ হাজার টাকা পাওনা রয়েছে। এ বিষয়ে শাহজাহান মেম্বার বলেন, “উক্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও ভিত্তিহীন। এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। রাজনৈতিকভাবে আমাকে হয়রানি করার উদ্দেশ্যেই এই অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরে সোনারগাঁয়ে বিএনপির রাজনীতি করছি। আমার রাজনৈতিক জনপ্রিয়তা নষ্ট করতে একটি মহল পরিকল্পিতভাবে এই ধরনের মিথ্যা তথ্য প্রচার করছে।

সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, কর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *