‘হ্যাঁ’ ভোট ‘না’ ভোট কবে সিদ্ধান্ত জানাবেন ড. মোহাম্মদ ইউনুস

শুভদিন অনলাইন রিপোর্টার:

জুলাই সনদ নিয়ে দেশে চলমান রাজনৈতিক ইস্যুতে জরুরি বৈঠকে বসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক। বৈঠকে ‘হ্যাঁ’ ভোট ‘না’ ভোট কবে হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানাবেন প্রধান উপদেষ্টা।

আজ সোমবার (৩ নভেম্বর) সকাল থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক চলছে। দুপুর ১২টা এ নিয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে, সোমবার দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি প্রেস ব্রিফিং ডাকা হয়েছে। ধারণা করা হচ্ছে, উপদেষ্টা পরিষদের সভা শেষে এই প্রেস ব্রিফিংটি অনুষ্ঠিত হবে।

 

প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। তবে ব্রিফিং কে করবেন সে সম্পর্কে কিছু জানানো হয়নি।

প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূস দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। এতদিন সাধারণত ব্রিফিং করা হয়েছে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। প্রধান উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

 

এর আগে গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, গণভোট নিয়ে বিরোধ তো তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে। এসব বিষয়ে আমাদের একটা সময় সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। আমরা তাকে সহায়তা করার জন্য থাকব। সিদ্ধান্ত নির্দিষ্ট কেউ নেবে না, এটা আপনারা নিশ্চিত থাকেন। এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন। আমাদের সঙ্গে পরামর্শের প্রয়োজন হলে তিনি করবেন এবং আমরা যে সিদ্ধান্ত নেব সেখানে আমরা দৃঢ় থাকব। আর সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *