নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি

শুভদিন অনলাইন রিপোর্টার:

নৌপরিবহন মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরীকে পদোন্নতি দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা।

বর্তমান পদের পূর্বে তিনি কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির এমডিএস, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিবসহ বিভিন্ন দপ্তর/অধিদপ্তরের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি দেশে-বিদেশে পেশাগত ও দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।

২ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি কে সচিব পদে নৌপরিবহন মন্ত্রণালয়ে পদায়ন করে এক প্রজ্ঞাপন জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতে তিনি আজ ৩ নভেম্বর পূর্বাহ্ণে নৌপরিবহন মন্ত্রণালয় সচিব হিসেবে যোগদান করেছেন। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে নব নিযুক্ত সচিব নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক গৃহীত উন্নয়নমূলক কার্যক্রমসমূহকে আরো ত্বরান্বিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এসময় তিনি সংশ্লিষ্ট সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করা আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *