শুভদিন অনলাইন রিপোর্টার:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
আজ সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করছেন।
সম্ভাব্য প্রার্থী তালিকায় তিনটি আসন থেকে লড়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে লড়ার কথা রয়েছে বেগম খালেদা জিয়ার। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লড়বেন বগুড়া-৬ আসন থেকে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ লড়বেন কক্সবাজার-১ আসন থেকে। মির্জা আব্বাস লড়বেন ঢাকা-আসন থেকে।
