বিসিবির কোচের পদ থেকে সরে দাঁড়ালেন সালাহউদ্দিন

শুভদিন অনলাইন রিপোর্টার:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন পদত্যাগ করেছেন। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র প্রধান নির্বাহীর কাছে সালাহউদ্দিন তার পদত্যাগপত্র জমা দেন। পরে বিসিবি পদত্যাগপত্র গ্রহণ করেছে।
আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট ও টি২০ সিরিজের পর তিনি তার পদ থেকে সরে দাঁড়াবেন।
বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন নিজেদের মধ্যে আলোচনার পর সালাহউদ্দিনের পদত্যাগের বিষয়ে পরবর্তী মন্তব্য তারা করবেন। এ সম্পর্কে ফাহিম বলেন, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের পর সালাহউদ্দিন পদত্যাগের ইচ্ছা পোষন করেছেন। আমরা আর কোনও মন্তব্য করার আগে বিষয়টি নিয়ে অভ্যন্তরীণভাবে আলোচনা করবো।’
২০২৪ সালের নভেম্বরে জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন সালাহউদ্দিন। এর আগে ২০০৬-২০১০ সাল পর্যন্ত বাংলাদেশর দলের সহকারী কোচ ও ফিল্ডিং কোচ হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন।
এছাড়া ২০১০-২০১১ সাল পর্যন্ত বিসিবি ন্যাশনাল ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচ হিসেবেও তিনি কাজ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *