মোঃনূরুল ইসলাম সবুজ গাজীপুরঃ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে পৃথকভাবে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শিববাড়ী মোড় ও রাজবাড়ী রোড এলাকায় অনুষ্ঠিত এসব কর্মসূচি নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়।
গাজীপুর মহানগর বিএনপির আয়োজনে শিববাড়ী মোড় থেকে বিশাল শোভাযাত্রা শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মহানগর সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তৃতা দেন কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম, আহমেদ আলী রুশদী, এ্যাড. শহিদুজ্জামান, এ্যাড. সিদ্দিকুর রহমান, এ্যাড. মেহেদী হাসান এলিস, প্রভাষক বশির উদ্দিন, সাইফুল ইসলাম মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অন্যদিকে, জেলা বিএনপির আয়োজনে রাজবাড়ী রোডস্থ জেলা কার্যালয় থেকে বের হওয়া শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপির আহবায়ক ও গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন। এতে যুগ্ম আহবায়ক ও গাজীপুর-৫ আসনের প্রার্থী ডা. রফিকুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী এবং গাজীপুর-৪ আসনের প্রার্থী শাহ রিয়াজুল হান্নানসহ জেলা নেতৃবৃন্দ অংশ নেন।
দুটি র্যালিই বিপুল জনসমাগমে উৎসবমুখর হয়ে ওঠে। বক্তারা বলেন, ৭ নভেম্বরের চেতনায় নতুন করে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকারের আন্দোলনে বিএনপি নেতৃত্ব দেবে।