নরুল ইসলাম রিন্টু:
অদ্য ৯ নভেম্বর ২০২৫ ইং কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি’র আয়োজনে কুষ্টিয়া আইন সমিতি’র সভাপতি,এ্যাড.মোঃ হারুনর রশীদ এর সভাপতিত্বে ও কুষ্টিয়া আইনজীবী সমিতি’র যুগ্ন সাঃ সম্পাদক এ্যাড,নাজমুন নাহারের সন্চালনায় – সিনিয়র জেলা ও দায়রা জর্জ এনায়েত কবির সরকার এর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
জাজ কোর্ট সুত্রমতে,বিদেয়ী সিনিয়র কুষ্টিয়া জেলা ও দায়রা জাজ বেগম সুমিয়া খানমের সাতক্ষীরা জেলায় বদলীজনিত কারণে গত ৫ নভেম্বর ২০২৫ ইং স্হলাভিষিক্ত হ’ন সিনিয়র জেলা ও দায়রা জর্জ এনায়েত কবির সরকার।এ অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন,হাফেজ এ্যাড. আবুল কালাম আজাদ।বক্তব্য রাখেন- এ্যাড. এস এম শাতিল মাহমুদ,সাঃ সম্পাদক,কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি, এ্যাড. মাহাতাব উদ্দীন, জি.পি,কুষ্টিয়া জাজ কোর্ট,এ্যাড.খন্দকার সিরাজুল ইসলাম, পি.পি কুষ্টিয়া জাজ কোর্ট, শেখ মোঃ আবু সাঈদ,সাবেক সাঃ সম্পাদক,কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ, সাবেক পি.পি,স্পেশাল পি.পি শামীম উল হাসান অপু,কুষ্টিয়া জাজ কোর্ট,শেখ মোঃ আজিজুর রহমান,সাবেক পি.পি,দুদক,কুষ্টিয়া,শ্রী সুধীর কুমার শর্মা,সাবেক পি.পি,দুদক,কুষ্টিয়া, এ্যাড মোসলেম উদ্দীন, মোঃ আঃ মান্নাফ,পি.পি,দুদক,কুষ্টিয়া। এছাড়াও বক্তব্য রাখেন- তপন রায়,চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়া,শেখ মেরিনা সুলতানা,বিশেষ জর্জ আদালত,কুষ্টিয়া।