আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি:
সোনারগাঁয়ের জনগণের ভালোবাসা ও সমর্থনে জাতীয় যুবশক্তি, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তুহিন মাহমুদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সোনারগাঁ আসন থেকে প্রার্থী।
তুহিন মাহমুদ একজন শিক্ষিত, নম্র ও সমাজসেবামূলক মনোভাবসম্পন্ন ব্যক্তি হিসেবে এলাকায় ইতোমধ্যে সুনাম অর্জন করেছেন। তিনি হাফিজুল কোরআন, এবং বর্তমানে সোনারগাঁ জি. আর. মডেল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষাজীবনে তিনি অসাধারণ সাফল্য অর্জন করেছেন। দাখিল ও আলিম পরীক্ষায় গোল্ডেন এ+ সহ বোর্ড স্কলারশিপ লাভ করেন। পরবর্তীতে ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী থিওলজিতে ফাজিল (Islamic Studies) ডিগ্রি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ (IER) থেকে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন।
বর্তমানে তিনি হামদার্দ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষার খণ্ডকালীন প্রভাষক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় সিনিয়র কর্মকর্তা হিসেবে আন্তর্জাতিক যোগাযোগ ও পার্টনারশিপ স্পেশালিস্ট পদে দায়িত্ব পালন করছেন।
শিক্ষা ও গবেষণার পাশাপাশি তুহিন মাহমুদ এশিয়া ও ইউরোপের বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার ও কর্মশালায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। তিনি জার্মানির ইউনিভার্সিটি অফ উরজবুর্গ, ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয় এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি অফ টেকনোলজিসহ একাধিক প্রতিষ্ঠানের আয়োজিত প্রোগ্রামে স্কলারশিপ পেয়ে অংশগ্রহণ করেন।