বাংলাদেশের ঔষধ কোম্পানী গুলির অসততা,ফাঁকিবাজি ও দুর্নীতি চরমে উঠেছে দেখার কেউ নেই;

শুভদিন অনলাইন ডেস্ক:

বাংলাদেশের বেশীর ভাগ ঔষধ কোম্পানী গুলি দিন দিন অসততা,ফাঁকিবাজি ও দুর্নীতিতে ভরে উঠেছে। ঔষধ তৈরীতে উপাদান ঠিক পরিমান দিচ্ছে না,নকল ঔষধ তৈরী করছে দেশের বিভিন্ন নকল কারখায়।
Napa paracitamol,Mexpro এর মত জ্বর ব্যাথা গ্যাসের ট্যাবলেট গুলিতে ও নকল ঔষধে দেশ ছয়লাব । ঔষধের গায়ে ও প্যাকেজের গায়ে যে পরিমান লেখা থাকে ভিতরে তিন ভাগের এক ভাগ ঔষধও থাকে না। বিশেষ করে ক্রিম জাতীয় প্লাষ্টিকের মোড়কে (প্যাকেজ)গুলিতে যেমন 1.Parasoft Cream, 2.Trego, 3. Moov 4.Topiclo’s 5.Olivera 6.Dermasol- N Cream
এর মত বহু ক্রিম প্যাকেজে।
Oliva lussion ১০০ ml পরিমানের মূল্য ১১৫০/= টাকা হলেও ঐ মোড়কের মধ্যে ঔষধের পরিমান থাকে ১/৩ ভাগ। অথচ সুরুচিপূর্ণ মোড়কটা দেখলে মনে হয় না ঔষধ কম আছে!! কিন্তু আসলে ভিতরটা ফাঁকা ঔষধের পরিমান পাওয়া যায় ১/৩ ভাগ। এত মূল্যের ঔষধ যদি দুইভাগ কম দিয়ে কম্পানী গুলি সাধারণ গরীব খেটে খাওয়া রোগিদের কিরুপ বাড়তি অর্থ খেসারত দিতে হচ্ছে আর ঔষধ কম্পানী গুলি বছরের পর বছর অতিরিক্ত মোনাফার নামে গরীব আমজনতার রক্ত চোষে খাচ্ছে। এ ছাড়াও কোম্পানী গুলি অযৌক্তিক দিন দিন ঔষধের মূল্য বাড়িয়ে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে ধর্য্যের সীমা অতিক্রম করছে।
বাংলাদেশ সরকারের স্বাস্থ অধিদপ্তরের ঔষধ প্রশাসন এসবের দেখভালের দায়িত্বে থাকলেও তারা ঠিক মত কাজ করছে না। সরকারে যারা আছেন নিজেদের গদি ঠিক রাখার জন্য মতিয়া হয়ে উঠছেন অথচ দেশের জনগনের ভালমন্দ দেখার সময় তাদের নেই। রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে প্রতিদিন শতশত রোগি শয্যাসায়ী হচ্ছে প্রয়োজনীয় টাকার অভাবে ঔষধ কিনতে না পেরে মৃত্যূর সাথে লড়াই করছে সেদিকে সরকারের লোকজনের কোন তোয়াক্কা বা সময় নেই। সে সুযোগে অসৎ মোনাফাখোর ঔষধ কোম্পানী গুলি দেদাচ্ছে ব্যবসা করে যাচ্ছে। তড়িৎ দুর্নীতিবাজ অসৎ ঔষধ কোম্পানী গুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানাচ্ছি এবং ঔষধের মূল্য জনগনের ক্রয় ক্ষমতার মধ্যে রেখে পরিমান সঠিক সরবরাহের ব্যবস্থা গ্রহনের জন্য ভুক্তভোগিরা জোর দাবী জানাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *