শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার

শুভদিন অনলাইন রিপোর্টার:

শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টা থেকে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হবে। রায় ঘোষণার পুরো প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করবে বিটিভি, ট্রাইব্যুনালের ফেসবুক পেজ এবং ঢাকার বিভিন্নস্থানে স্থাপন করা বড় পর্দায়।

রায়কে ঘিরে দোয়েল চত্ত্বর হয়ে শিক্ষা ভবনমুখী সড়কটি বন্ধ ঘোষণা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিকল্প পথ ব্যবহার করতে নগরবাসীকে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া ট্রাইব্যুনাল এলাকাজুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

রায়কে ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে জনসমাগম হতে পারে—এমন আশঙ্কায় নেওয়া হয়েছে এ সতর্কতামূলক ব্যবস্থা।

এদিকে সোমবার ভোর থেকেই দেখা যায় ট্রাইব্যুনালের সামনের পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। মাজার গেটের সামনে সেনাবাহিনীকে অবস্থান নিতে দেখা যায়। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ও ভেতরে পুলিশ র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *