কোপ৩০ খসড়ায় জীবাশ্ম জ্বালানি বাদ; আপত্তি ৩০টির বেশি দেশের

আন্তর্জাতিক ডেস্ক:

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ব্রাজিল প্রস্তাবিত খসড়া নথিতে পর্যায়ক্রমে জীবাশ্ম জ্বালানি বন্ধের বিষয়ে কোন রোডম্যাপ অন্তর্ভুক্ত করা হয়নি।

এ কারণে খসড়াটির বিরোধিতা করে ৩০টির বেশি দেশ একটি চিঠিতে স্বাক্ষর করেছে। বৃহস্পতিবার এএফপিকে এ তথ্য জানিয়েছে কলম্বিয়ার প্রতিনিধি দল।

বৃহস্পতিবার বেলেমের সম্মেলনস্থলে অগ্নিকাণ্ডের কারণে কার্যক্রম স্থগিত হয়ে যাওয়ায় শুক্রবার সন্ধ্যায় কোপ৩০ শেষ হওয়ার কথা রয়েছে।

বেলেম থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

সম্মেলনের সভাপতি ব্রাজিলের কূটনীতিক আন্দ্রে করেয়া দু লাগো আমাজনের শহরটিতে গত সপ্তাহ থেকে জড়ো হওয়া প্রায় দুশো দেশের প্রতিনিধির চাপের মুখে রয়েছেন। সম্মেলনের নিয়ম অনুযায়ী চূড়ান্ত নথিতে সবার সম্মতি লাগবে। আর এটাই এখন তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁিড়য়েছে।

বৃহস্পতিবার এএফপির পাওয়া সর্বশেষ খসড়াতেও জীবাশ্ম জ্বালানি বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। যদিও সম্মেলনের শুরু থেকেই প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এটিকে বিশেষ অগ্রাধিকার উদ্যোগ হিসেবে প্রচার করেছেন।

ইউরোপ, লাতিন আমেরিকা, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর স্বাক্ষর করা চিঠিতে বলা হয়, ‘ন্যায়সঙ্গত, সুশৃঙ্খল ও সমতাভিত্তিকভাবে জীবাশ্ম জ্বালানি ত্যাগের রোডম্যাপ ছাড়া আমরা কোন সিদ্ধান্তকে সমর্থন করতে পারি না।’

ফ্রান্স ও বেলজিয়ামও ওই চিঠিতে স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছে।

চিঠিতে আরও বলা হয়েছে, ‘সত্যি বলতে, বর্তমান খসড়াটি গ্রহণযোগ্য কোপ ঘোষণার ন্যূনতম শর্তও পূরণ করে না।’

বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম প্রধান কারণ তেল, কয়লা, ও গ্যাসের মত জীবাশ্ম জ্বালানি। এগুলোর ব্যবহার পর্যায়ক্রমে কমিয়ে আনার বিষয়টি বেলেমে সম্মেলনে আবারও জোরালোভাবে উঠে এসেছে। যদিও সম্পতি বিষয়টি একরকম চাপা পড়েই গেছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আলোচক জানান, চীন, ভারত, সৌদি আরব, নাইজেরিয়া ও রাশিয়াও এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *