মোঃ নূরুল ইসলাম সবুজ গাজীপুর:
গাজীপুর প্রেসক্লাবের প্রবীণ সদস্য, নিউ নেশন পত্রিকার সাংবাদিক নজরুল ইসলাম বাদামির প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
৬ ডিসেম্বর (শনিবার) দুপুরে গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিদ্রোহী কবি স্মৃতি সংসদ আয়োজিত অনুষ্ঠানে মরহুমের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণমূলক আলোচনায় অংশ নেন গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মন্ডলী সিনিয়র সদস্য মোঃ দেলোয়ার হোসেন সদস্য এটিএন নিউজ ও এটিএন বাংলা’র স্টাফ রিপোর্টার প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মন্ডলী সদস্য মাজহারুল ইসলাম মাসুম, সাবেক সভাপতি অধ্যাপক মুকুল কুমার মল্লিক, সাবেক সভাপতি খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সাংবাদিক বায়েজিদ হোসেন, গীতিকার মোশাররফ হোসেন কায়েস।
এ সময় অন্যের মধ্যে প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মন্ডলী সদস্য সাংবাদিক ফারদিন ফেরদৌস, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সজীব, বাংলা ভূমি সম্পাদক নজরুল ইসলাম আজহার, প্রথম আলো গাজীপুর প্রতিনিধি মাসুদ রানা, বাংলাদেশের খবরের গাজীপুর প্রতিনিধি আব্দুল মালেক, সাপ্তাহিক পিলসুজ সম্পাদক মোহাম্মদ আবু হানিফা, কন্ঠবাণী সম্পাদক জানে এ আলম, দৈনিক শুভদিন গাজীপুর প্রতিনিধি মোঃ নূরুল ইসলাম সবুজ সাংবাদিক সাব্বির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সাংবাদিক নজরুল ইসলাম বাদামির পুত্র বর্তমানে ডেইলি নিউ নেশন পত্রিকার গাজীপুর প্রতিনিধি সাংবাদিক মেহেদী হাসান বিপ্লব পিতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।