মোঃ নূরুল ইসলাম সবুজ গাজীপুরঃ
প্রথম আলো-ডেইলি স্টার অফিসে হামলা ও সাংবাদিক নূরুল কবীরকে হেনস্তা করার প্রতিবাদে মানববন্ধন করেছে গাজীপুর প্রেসক্লাব। ( ২১ ডিসেম্বর) রবিবার সকালে মহানগরীর রথখোলায় গাজীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় গণমাধ্যমের ওপর হামলা ও সাংবাদিকদের হেনস্তা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, শরীফ ওসমান হাদির কফিন সামনে রেখে দেশপ্রেমের পরিচয় দেয়া যেতো। কিন্তু কেউ কেউ তা না করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছেন। এতে শরীফ ওসমান হাদি হত্যার উদ্দেশ্য বুঝা গেছে। নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই এ ঘৃণ্য হামলা তা পরিস্কার হয়েছে। নেতৃবৃন্দ, হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের দাবি জানান।
গাজীপুর প্রেসক্লাবের তত্বাবধায়ক মন্ডলীর সিনিয়র সদস্য সাংবাদিক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং অপর সদস্য শাহ সামছুল হক রিপনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, এটিএন নিউজের স্টাফ রিপোর্টার মাজহারুল ইসলাম মাছুম, ৭১ টিভি’র গাজীপুর প্রতিনিধি ইকবাল আহমদ সরকার, কালের কন্ঠের স্টাফ রিপোর্টার শরীফ আহমেদ শামীম, প্রথম আলো’র গাজীপুর প্রতিনিধি মাসুদ রানা, সমকালের জেলা প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন,ডেইলি স্টারের গাজীপুর প্রতিনিধি মঞ্জুরুল হক প্রমুখ।
মানববন্ধনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।