পূর্ব জেরুজালেমে আবাসিক ভবন গুঁড়িয়ে দিল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমে একটি চারতলা আবাসিক ভবন সোমবার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। এতে শতাধিক ফিলিস্তিনি বাসিন্দা গৃহহীন হয়েছেন।

মানবাধিকার কর্মীরা বলছেন, চলতি বছরে ওই এলাকায় এটিই সবচেয়ে বড় ধরনের উচ্ছেদের ঘটনা।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ওল্ড সিটি’র কাছে সিলওয়ান মহল্লায় অবস্থিত ভবনটিতে প্রায় এক ডজন অ্যাপার্টমেন্ট ছিল।

এই অ্যাপার্টমেন্টগুলোতে নারী, শিশু ও বয়স্কসহ আনুমানিক ১০০ জন মানুষ বসবাস করতেন।

সংযুক্ত পূর্ব জেরুজালেমে অনুমোদনহীন নির্মাণ বলে যে সব স্থাপনা ইসরাইলি কর্মকর্তারা চিহ্নিত করছেন, সেগুলো ভাঙার ধারাবাহিক অভিযানের সর্বশেষ ঘটনা এটি।

ভবনটির বাসিন্দা ইদ শাওয়ার এএফপি’কে বলেন, এই উচ্ছেদ আমাদের সব বাসিন্দার জন্যই এক ভয়াবহ ট্র্যাজেডি ।

পাঁচ সন্তানের এই জনক আরও বলেন, আমরা ঘুমিয়ে থাকা অবস্থায় তারা দরজা ভেঙে প্রবেশ করে এবং বলে, শুধু কাপড় বদলানো ও প্রয়োজনীয় কাগজপত্র নেওয়ার সময় দেওয়া হবে।

তিনি আরো জানান, তার সাত সদস্যের পরিবারকে গাড়িতেই রাত কাটাতে হবে।

এএফপি’র একজন সাংবাদিক জানান, সোমবার ভোরে তিনটি বুলডোজার ভবনটি ভাঙা শুরু করে। এ সময় ভবনটির বাসিন্দারা পাশেই দাঁড়িয়ে ছিলেন। তাদের কাপড়চোপড় ও মালপত্র পাশের রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।

ইসরাইলি পুলিশ আশপাশের সড়কগুলো ঘিরে রাখে। নিরাপত্তা বাহিনী পুরো এলাকায় মোতায়েন করা হয় এবং প্রতিবেশী বাড়িগুলোর ছাদেও তারা অবস্থান নেয়।

অধিকার কর্মীদের মতে, ব্যক্তি মালিকানাধীন ফিলিস্তিনি জমিতে নির্মিত ভবনটির অনুমোদন না থাকায়, ভাঙার তালিকায় ছিল।

মানবাধিকার কর্মীদের ভাষ্য অনুযায়ী, ইসরাইলের কঠোর পরিকল্পনা নীতির কারণে ফিলিস্তিনিদের জন্য নির্মাণ অনুমতি পাওয়া অত্যন্ত কঠিন।

এ ইস্যুটি বছরের পর বছর ধরে পূর্ব জেরুজালেম ও অধিকৃত পশ্চিম তীরে উত্তেজনা উসকে দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *