ঢাকা ১০ আসন মনোনয়নপত্র জমা দিলেন রবিউল

শুভদিন অনলাইন রিপোর্টার:

মনোনয়ন পত্র জমা দিলেন ঢাকা-১০ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম রবি।
রবিবার ২৮ ডিসেম্বর দুপুরে ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনার শফর উদ্দিন আহমদ চৌধুরীর কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি ।

এ সময় সাংবাদিকদেরকে তিনি বলেন, ঢাকা-১০ আসনে একটি প্রতিযোগিতামূলক, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক সবাইকে আমরা স্বাগত জানাই। আমরা চাই এমন একটি নির্বাচন হোক যেখানে জনগণ তাদের জনপ্রতিনিধি স্বাধীনভাবে বেছে নিতে পারে।

রবিউল আলম রবি বলেন, নির্বাচন প্রক্রিয়ায় আসিফসহ সকল প্রার্থী সমান সুযোগ পাবে এবং সবাইকে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। এই মানসিকতা যদি প্রার্থী ও দল হিসেবে আমাদের সবার থাকে, তাহলে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব।

নির্বাচনের চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, জনগণের প্রত্যাশা আগের যেকোনো সময়ের তুলনায় পরিবর্তিত হয়েছে। বিশেষ করে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আচরণগত ও গুণগত পরিবর্তন চায় মানুষ। একজন সংসদ সদস্য হিসেবে জনগণের সেই প্রত্যাশা পূরণ করাই হবে বড় চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, আমাদের দায়িত্ব জনগণকে আশ্বস্ত করা তারা যদি আমাদের উপর আস্থা রেখে ভোট দেয়, তাহলে আমরা মহান সংসদে তাদের যথাযথ প্রতিনিধিত্ব করতে পারবো। জনগণের রায়ের মর্যাদা রক্ষা করবো।

বিএনপির সাংগঠনিক শক্তির কথা তুলে ধরে রবিউল আলম রবি বলেন, গত ১৭ বছর ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। “নির্যাতন, গ্রেপ্তার, কারাবরণ সবকিছু সহ্য করেও নেতাকর্মীরা রাজপথ ছাড়েনি ।

তিনি দাবি করেন, তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের বিষয়ে জনগণ আরও আশাবাদী হয়েছে। তার দেশে প্রত্যাবর্তন বিএনপির রাজনীতিকে আরও সমৃদ্ধ করেছে এবং জনগণের প্রত্যাশাকে নতুন মাত্রা দিয়েছে।

তবে নির্বাচন ভণ্ডুল করতে চায় এমন একটি গোষ্ঠী এখনও সক্রিয় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলায় রাজনৈতিক নেতাদের সাহসী হতে হবে। ভয় পেলে চলবে না। ঝুঁকি থাকবেই, কিন্তু সেই ঝুঁকি অতিক্রম করেই জাতির অগ্রগতি অব্যাহত রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *