শুভদিন অনলাইন রিপোর্টার:
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের উপায় নির্ধারণ বিষয়ক কর্মশালার উদ্বোধন করেন সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।
সচিব বলেন, প্রতিবন্ধী ব্যক্তি সমাজের বোঝা নয়। প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি প্রতিবন্ধকতা দূর করতে হবে। খেলাধুলাসহ সমাজে তাদের অবদান কম নয়। তাদের ক্রমবিকাশে যে বাঁধা আছে তার উত্তরণ ঘটিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ বিকাশে কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।
তিনি আজ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সুবর্ণ ভবনে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের উপায় নির্ধারণ শীর্ষক কর্মশালায় উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব বলেন, পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও মূল্যায়ন—প্রতিটি ধাপেই প্রয়োজন সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও দক্ষ ব্যবস্থাপনা।
প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এবং প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা বিধিমালা ২০১৫ এর আলোকে প্রতিবন্ধী বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা ২০১৯ বাস্তবায়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সচিব আরো বলেন, সকল প্রতিবন্ধী ব্যক্তিদের ভবন, যানবাহন, রাস্তাঘাট, শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান, হাসপাতাল, আদালত, পুলিশস্টেশন, রেলস্টেশন,
বাসটার্মিনাল, লঞ্চটার্মিনাল, বিমানবন্দর, সমুদ্রবন্দর, স্থলবন্দর, দুর্যোগকালীন আশ্রয় কেন্দ্র, সাইক্লোন সেন্টার, সাংস্কৃতিক অনুষ্ঠানের স্থান, পরিষেবার স্থান, বিনোদন ও খেলাধুলার স্থান, দর্শনীয় স্থান, পার্ক, গ্রন্থাগার, গণশৌচাগার এবং আন্ডারপাস ও ওভারব্রিজ সহ জনগণের নিয়মিত যাতায়াতের সকল স্থানে সেবা সুবিধা গ্রহণ করতে নতুন নতুন কর্মপরিকল্পনার উদ্যোগ ও সুপারিশ গ্রহণ করতে হবে।
কর্মশালায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক বিজয় কৃষ্ণ দেবনাথ, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর কর্মকর্তাবৃন্দ , শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি, প্রতিবন্ধিতা বিষয়ক ফোকাল পয়েন্ট কর্মকর্তা, ছাত্র, অভিভাবক, ভুক্তভোগী, শিক্ষক, প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে কর্মরত বেসরকারি সংস্থার প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।