শুভদিন অনলাইন রিপোর্টার:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বহুল প্রতীক্ষিত লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ২ জানুয়ারি (শুক্রবার) এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রাথমিক শিক্ষা অধিদফতরের এক জরুরি বৈঠকে পরীক্ষা স্থগিতের এই সিদ্ধান্ত নেয়া হয়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। তবে পরীক্ষার নতুন কোনো তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশ করে নতুন সময়সূচি জানিয়ে দেয়া হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহাদত হোসেন রাকিবও পরীক্ষার সম্ভাব্য নতুন তারিখ দ্রুতই জানানো হবে বলে গণমাধ্যমকে আশ্বস্ত করেছেন।
জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার আগামী বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। ২ জানুয়ারি শোকের শেষ দিন হওয়ায় নিয়োগ পরীক্ষাটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি।
উল্লেখ্য, কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে পরীক্ষা স্থগিত হওয়া নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়েছিল। তখন অধিদফতর থেকে জানানো হয়েছিল, নির্ধারিত সূচি অনুযায়ীই পরীক্ষা হবে এবং গত ২৭ ডিসেম্বর (শনিবার) থেকে পরীক্ষার্থীরা প্রবেশপত্রও ডাউনলোড শুরু করেছিলেন। তবে শেষ পর্যন্ত মঙ্গলবার অধিদফতরের উচ্চপর্যায়ের বৈঠকে পরীক্ষাটি আনুষ্ঠানিকভাবে স্থগিতের সিদ্ধান্ত নেয়া হলো।