বিশেষ প্রতিনিধিঃ
নতুন বছরের প্রথম দিনে সারা দেশের ন্যায় বিনামূল্যের সরকারি ৩১ লক্ষ ৫৭ হাজার ৮৫ টি বই পেলো নওগাঁর নওগাঁর কোমলমতি শিক্ষার্থীরা। হাতে নতুন বই নিয়ে উল্লাসিত তারা। নতুন বই নিতে সকাল থেকেই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় গুলোতে হাজির হন তারা। বছরের প্রথম দিনে জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সব বই পেলেও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সকল নতুন বই হাতে পাননি। এ জেলার প্রাথমিক বিদ্যালয়ে বইয়ের চাহিদা ছিল মোট ১০ লক্ষ ৮৮ হাজার ৯০৫টি এবং মাধ্যমিক পর্যায়ে মোট ২৮ লক্ষ ৪৮ হাজার ৮৬৬টি।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলায় স্কুল, মাদরাসা ও কারিগরি মিলে এ বছর বইয়ের চাহিদা রয়েছে ২৮ লক্ষ ৪৮ হাজার ৮৬৬টি, এরমধ্যে এসেছে ২০ লক্ষ ৬৮ হাজার ১৮০টি, বাকি রয়েছে ৭ লক্ষ ৬৪ হাজার ৬৬৬টি। এরমধ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বইয়ের চাহিদা রয়েছে ১৬ লক্ষ ৯৭ হাজার ৪২৬ এরমধ্যে এসেছে ১২ লক্ষ ৩৫ হাজার ১৫ বাদ রয়েছে ৪ লক্ষ ৪৬ হাজার ২৯১ টি। মাদরাসায় চাহিদা রয়েছে ১০ লক্ষ ১৫ হাজার ৪০টি বইয়ের এরমধ্যে এসেছে ৭ লক্ষ ৩৫ হাজার ৮৮০ টি বই এখনো বাঁকি রয়েছে ২ লক্ষ ৭৯ হাজার ২৬০টি। কারিগরি পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বইয়ের চাহিদা রয়েছে ১ লক্ষ ৩৬ হাজার ৪০০টি এরমধ্যে এসেছে ৯৭ হাজার ২৮৫টি বাকি রয়েছে ৩৯ হাজার ১১৫টি।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ জেলার ১ হাজার ৩৭৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কিন্ডারগার্টেন বিদ্যালয়ে বইয়ের চাহিদা অনুযায়ী ১০ লক্ষ ৮৮ হাজার ৯০৫টি বই এসেছে। ইতোমধ্যে প্রাক-প্রাথমিকের বই এসেছে ৭১ হাজার ১৫৫ টি, প্রথম শ্রেণির ১ লক্ষ ৩৮ হাজার ৯১২টি, দ্বিতীয় শ্রেণির ১ লক্ষ ৩৬ হাজার ৪৩৪টি, তৃতীয় শ্রেণির ২ লক্ষ ৬২ হাজার ৬৫০টি, চতুর্থ শ্রেণির ২ লক্ষ ৪৬ হাজার ৫৫২টি এবং পঞ্চম শ্রেণির ২ লক্ষ ৩৩ হাজার ২০২টি।
ঈশ্বর লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মো. তানভীর ইসলাম তুহিন বলেন, নতুন বই পেয়ে আমি খুশি। আমার খুব ভালো লাগছে। নতুন বই পাওয়া কি যে আনন্দ তা বলে বুঝানো যাবে না।
পত্নীতলা উপজেলার সুবরাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রাধান শিক্ষক আব্দুস সালাম বলেন, আজ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। নতুন বই হাতে পেয়ে তাদের মাঝে যেন খুশির সীমা নেই।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আমাদের চাহিদা অনুযায়ী সকল বই এসেছে। যা আজ শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে।
নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শাহাদাৎ হোসেন বলেন, এ জেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বইয়ের চাহিদা রয়েছে ২৮ লক্ষ ৪৮ হাজার ৮৬৬টি। ইতোমধ্যে বই এসেছে ২০ লক্ষ ৬৮ হাজার ১৮০টি এবং বাকি রয়েছে ৭ লক্ষ ৬৪ হাজার ৬৬৬টি। যা আজ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়া যে বই গুলো আসেনি সেগুলো আসা মাত্রই শিক্ষার্থীদের হাতে দেওয়া হবে।