মোঃনূরুল ইসলাম সবুজ গাজীপুরঃ
গাজীপুর মহানগরকে অপরাধমুক্ত ও জননিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সরাসরি জনগণের দ্বারপ্রান্তে পৌঁছানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার। জিএমপির উদ্যোগে মঙ্গলবার বিকেলে বাসন মেট্রো থানাধীন চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের সামনে আয়োজিত অপরাধ দমন পথসভায় তিনি বলেন, অপরাধ দমনে দলমত নির্বিশেষে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে, পুলিশ একা নয়, জনগণই হবে পুলিশের সবচেয়ে বড় শক্তি।
পথসভায় পুলিশ কমিশনার বলেন, আজকের এই পথসভা আয়োজনের মূল উদ্দেশ্য হলো পুলিশ সরাসরি জনগণের কাছে যাবে, যেমনভাবে মানুষ প্রয়োজনের সময় পুলিশের কাছে আসে। অপরাধ দমনে সোর্স কিংবা দালাল নির্ভরতার দিন শেষ, এখন থেকে সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগই হবে একমাত্র পথ। সেই লক্ষ্যেই জিএমপি পক্ষ থেকে বিশেষ স্টিকার তৈরি করা হয়েছে, যেখানে নগরীতে সংঘটিত বিভিন্ন অপরাধের ধরন উল্লেখসহ পুলিশের গুরুত্বপূর্ণ যোগাযোগ নম্বর সংযুক্ত করা হয়েছে।
তিনি জানান, ছিনতাই, মোবাইল ছিনতাই, দস্যুতা, ডাকাতি, প্রাইভেটকারে অপহরণ, মোটরসাইকেল চুরি, অস্ত্রধারী সন্ত্রাসী তৎপরতা, চাঁদাবাজি, সড়ক দুর্ঘটনা, যাত্রী হয়রানি, ওষুধ ও খাদ্যে ভেজাল, হানি ট্র্যাপ, চোরাচালান, মাদক ব্যবসা, খুন ও অস্বাভাবিক মৃত্যু, কিশোর গ্যাং, ইভটিজিংসহ যেকোনো ধরনের অপরাধ সংঘটিত হলে স্টিকারে উল্লেখিত নম্বরে দ্রুত তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি। এতে করে অপরাধের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ সহজ হবে এবং অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অপরাধ সংক্রান্ত তথ্য প্রদানের জন্য উপ-পুলিশ কমিশনার, অপরাধ (উত্তর) বিভাগ ০১৩২০০৭০৫০০, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, অপরাধ (উত্তর) বিভাগ ০১৩২০০৭০৫০১, সহকারী পুলিশ কমিশনার, সদর জোন ০১৩২০০৭০৫১২, সহকারী পুলিশ কমিশনার, কোনাবাড়ী জোন ০১৩২০০৭০৫১৮, অফিসার ইনচার্জ, সদর থানা ০১৩২০০৭০৫২৪, অফিসার ইনচার্জ, বাসন থানা ০১৩২০০৭০৫৫৩, অফিসার ইনচার্জ, কোনাবাড়ী থানা ০১৩২০০৭০৫৮২ এবং অফিসার ইনচার্জ, কাশিমপুর থানা ০১৩২০০৭০৬১১ নম্বরে যোগাযোগ করার জন্য নাগরিকদের অনুরোধ জানানো হয়।
পথসভায় উপস্থিত ছিলেন এডিশনাল কমিশনার ক্রাইম অ্যান্ড অপস মোঃ তাহেরুল হক চৌহান, উপ-পুলিশ কমিশনার ক্রাইম (উত্তর) এস এম শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এস এম আশরাফুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক অমৃত শুত্রধর এবং সহকারী পুলিশ কমিশনার চৌধুরী মোহাম্মদ তানভীর। এসময় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত থেকে পুলিশ কমিশনারের বক্তব্য শোনেন এবং অপরাধ দমনে পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানান।