মো: জালাল, কুষ্টিয়া: 
কুষ্টিয়ার মিরপুরে বিএনপি চেয়ারপার্সন ও তিন তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।
১১ জানুয়ারি রবিবার বাদ মাগরিব মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামবাসির উদ্যোগে সুলতানপুর সাবেক বিএনপি নেতা মরহুম আজিজ খানের বাড়ীর পাশে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাবু খান এর সঞ্চালনায় দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করা হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কুষ্টিয়া (২) মিরপুর ভেড়ামারা আসনের বিএনপির মনোনিত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, রহমত আলী রব্বান, ইব্রাহীম আলি, বাবু খান, কিবরিয়া চৌধুরী, সহ মিরপুর উপজেলা বিএনপির সহযোগী ও অঙ্গসংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন সাধারন গৃহিণী থেকে বাংলাদেশের রাজনীতির উজ্জ্বল নক্ষত্রে পরিণত হয়েছিলেন। গণতন্ত্রের মানসকন্যা বেগম খালেদা জিয়া অন্যায়ের সাথে কখনো আপোষ করেননি। জেল
জুলুমসহ নানা অত্যাচারের সম্মুখীন হওয়ার পরেও দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে সব সময় আপসহীন ছিলেন। অন্যায়ের কাছে তিনি কখনো মাথা নত করেননি। বেগম খালেদা জিয়ার জানাযায় কোটি মানুষের উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশের প্রতিটা মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন বেগম খালেদা জিয়া।
দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মি ছাড়াও বীর মুক্তিযোদ্ধা, শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ও হাজারও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়।