মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
চমৎকার আয়োজনের মধ্য দিয়ে সেনুয়া ইউনিয়নের চৌধুরীহাটে ফুটবল টুর্নামেন্ট”র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বুধবার রাতে ইউনিয়নের চৌধুরহাট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার সেনুয়া ইউনিয়ন যুব সংঘের আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অত্র ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: মতিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম, বিশেষ অতিথি বাংলাদেশ কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মো: জুলফিকার আলী, ইউনিয়ন বিএনপির সভাপতি মো: নূরে আলম, সাধারণ সম্পাদক মো: আব্বাস আলী প্রমুখ। এ সময় ইউনিয়ন বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, হাজারও দর্শক-সমর্থক ও অংশগ্রহণকারী টিমের কর্মকর্তা ও খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় রুহিয়া থানা টিম ২-০ গোলে আউলিয়াপুর ইউনিয়ন ভুল্লী থানা টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমকে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
উল্লেখ্য, টুর্নামেন্টে জেলার বিভিন্ন এলাকার মোট ৮টি টিম অংশগ্রহণ করে।