কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৬জন আটক

মোঃ জালাল উদ্দিন খান, কুষ্টিয়া:

নাশতকা সৃষ্টি মামলার কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামীলীগের ৬ নেতাকে আটক করেছে। আটকৃতদের বাড়ি মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের খাদিমপুর এলাকার মৃত্যু গোলাম মোস্তফার পুত্র ওমর ফারুক (৫১), আমলা ইউনিয়নের চৌদুয়ার এলাকার মৃত্যু বাহার আলী শেখের পুত্র আহসান শেখ(৬৫, পোড়াদহ ইউনিয়নের আহম্মদপুর এলাকার শফিকুল ইসলামের পুত্র আহম্মদ ফয়সাল ওরফে জয় (২৭), চিথলিয়া ইউপি’র চিথলিয়া গ্রামের আফছার মল্লিকের পুত্র মালম মল্লিক (৪৯), আমলা ইউপি’র অনর্জনগাছি এলাকার সারদার আলীর পুত্র রানা আহম্মেদ (২৭)ও আমবাড়ীয়া ইউপি’র আমবাড়ীয়া এলাকার ইয়াকুবের পুত্র রবিউল ইসলাম(৪৫ কে পুলিশ আটক করেন। পুলিশ জানিয়েছে আকটকৃতরা আওয়ামীলীগের নেতাকর্মী তারা সঙ্গবদ্ধ হয়ে এ জেলায় আইন শৃঙ্খলাবিঘœ ও নাশতার চেষ্টা করছিল। এ সংবাদের ভিত্তিতে মিরপুর থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলানের নেতৃত্বে ইন্সেপেক্টর তদন্ত আব্দুল আজিজ, এসআই জালালসহ থানার প্রায় অফিসারবৃন্দ এ অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। এ ব্যাপারে মিরপুর মামলা হয়েছে মামলা নং ৭ তাং ০৬-০৪-২০২৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *