গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক

শুভদিন অনলাইন রিপোর্টার:

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও ক্লাস স্থগিত করার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। অন্য দিকে দেশজুড়ে সব শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে এই ধর্মঘটের ডাক দেয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে বলা হয়, ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামীকাল ৭ এপ্রিল ২০২৫ সোমবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। এছাড়া, আগামীকাল সকাল ৯ টা থেকে সকাল ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
আগামীকাল সোমবার তাঁরা কোনো ধরনের একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না বলে জানিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, ইসরায়েলের এই গণহত্যা বন্ধের পাশাপাশি তাদের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে জোরালো অবস্থান নিতে হবে, এই দাবিতে সোমবার বেলা ৩টায় তাঁরা রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হবেন।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফ্রান্সিস ফরিদ বলেন, গাজায় যা হচ্ছে এটা সম্পূর্ণ যুদ্ধাপরাধ। গাজাকে নিজেদের দখলে নিতে ইসরায়েল এই নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে। কিন্তু এটা স্পষ্ট, ফিলিস্তিন রাষ্ট্রকে সব সময় ফিলিস্তিন, গাজাকে গাজা হিসেবেই মানুষ চিনবে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী সাকিব হাসান বলেন, যুদ্ধবিরতি বলতে কিছু নেই। ইসরায়েল গোলকধাঁধা তৈরি করে হত্যাযজ্ঞ চালাচ্ছে। এর বিরুদ্ধে সব মুসলিম দেশকে একত্র হয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাবাব হোসেন মেহের, স্কলার ইউনিভার্সিটি শিক্ষার্থী রাইয়ান রুদ্র, নাঈম ইসলাম, স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী ইফতেখার হোসেন নাহিদসহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *