চার হাজার কোটি টাকা ব্যয়ে ‘মুজিববর্ষ’, হাসিনার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

শুভদিন অনলাইন রিপোর্টার:

চার হাজার কোটি টাকা ব্যয় করে শেখ মুজিবের জন্মশত বার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপন ও শেখ মুজিবের ১০ হাজারের বেশি ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও ক্ষতিসাধন করার অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ অন্যান্যের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রায় চার হাজার কোটি টাকা ব্যয় করে শেখ মুজিবের জন্মশত বার্ষিকী ‘মুজিববর্ষ’ পালন ও শেখ মুজিবের ১০ হাজারের বেশি ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও ক্ষতিসাধনের অভিযোগ রয়েছে।
তিনি আরও জানান, অভিযোগটি অনুসন্ধানের জন্য ইতিমধ্যে সাত সদস্য বিশিষ্ট অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করেছে কমিশন। কর্মকর্তাদের সংশ্লিষ্ট আইন, বিধি এবং বিভিন্ন সময়ে জারিকৃত সার্কুলার মোতাবেক অভিযোগটির অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করে, তা সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *