আমিরুল ইসলাম অল্ডাম, মেহেরপুর জেলা প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে জুলাই অভ্যুত্থান ফুটবল প্রতিযোগিতা-২০২৫ গাংনী উপজেলা মিনি স্টেডিয়াম (সাহারবাটি) মাঠে আয়োজন করা হয়েছে। গাংনীর ক্রীড়া সংগঠক, প্রাক্তণ খেলোয়াড়বৃন্দ ও চৌগাছা ইয়াং স্টার ক্লাবের মাসব্যাপী আয়োজিত ফুটবল
প্রতিযোগিতার ১ম রাউন্ডের ৬ষ্ঠ খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় মেহেরপুর সদর উপজেলার খোকসা ফুটবল একাদশ শ্বাসরুদ্ধকর খেলায় ৪-১ গোলে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার দৌলতখালী দলকে হারিয়ে বিজয় লাভ করেছে।মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৪ টার সময় গাংনী উপজেলা মিনি স্টেডিয়ামে মেহেরপুর সদর উপজেলার খোকসা ফুটবল একাদশ ও কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার দৌলতখালী দলের মধ্যে হাইভোল্টেজ খেলা অনুষ্ঠিত হয়।খোকসা দলের খেলোয়াড় শাহীন প্রথমার্ধের ১৫ মিনিটের সময় গোল করে এবং শান্তি প্রথমার্ধের ২৫ মিনিটের সময় ২য় গোল করে।
এমনিভাবে খোকসা ৪ টি গোল করে। অন্যদিকে দ্বিতীয়ার্ধে দৌলতখালী দলের হামজা ১টি গোল করে। খোকসা খেলায় ৪-১ গোলের ব্যবধানে জয়লাভ করে।
বিকেল ৪ টার সময় আয়োজক কমিটির সভাপতি গোলাম কিবরিয়া ও সহ সভাপতি সহকারী বিশিষ্ট ক্রীড়াবিদ ও সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের ভূমিকা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।পরবর্তীতে
গত সোমবার ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনায় নিহত ও আহতের স্মরণার্থে জাতীয় শোক দিবস পালনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা ও আহতদের প্রতি সুস্থতা কামনা ও সমবেদনা জানিয়ে ১ম পর্বের ৬ষ্ঠ খেলার উদ্বোধন ঘোষনা করা হয়।
খেলার আয়োজক কমিটির সভাপতি সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া ও সহ সভাপতি সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম উদ্বোধন ঘোষনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, কমিটির সেক্রেটারী সুলেরী আলভী, সাহারবাটি গ্রামের প্রাক্তন খেলোয়াড় ও ওয়ার্ড বিএনপির সভাপতি সুরাত আলী, সাবেক ব্যাংকার ও সাবেক খেলোয়াড় ফজলুল হক, মুকুল হোসেন, আসমাউল হুসনা সহ রাজনৈতিক
নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ।
হাইভোল্টেজ ম্যাচটিতে প্রধান রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন, বাফুফের প্রশিক্ষণপ্রাপ্ত রেফারী মনিরুল ইসলাম মনি ,সহকারী রেফারী আরাফাত হোসেন বিপ্লব ও সাইফুল ইসলাম টুটুল।
খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ খোকসা দলের আলম (সেরা খেলোয়াড়) নির্বাচিত হলে গাংনী বাজারের আহসান খেলা ঘরের পক্ষ থেকে পুরস্কার হিসেবে জার্সি উপহার দেয়া হয়।
খেলার ধারাভাষ্যে ছিলেন, সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট ক্রীড়াবিদ আমিরুল ইসলাম অল্ডাম , সুলেরী আলভী , বখতিয়ার রহমান ও মাহবুবুল হক মাহবুব।
দুটি শক্তিশালী দলের খেলা অসংখ্য পুরুষ দর্শকের পাশাপাশি মহিলা দর্শকরাও খেলা উপভোগ করেন।