বিয়ের পর অভিনয় ছেড়ে সুখের সংসার করতে চেয়েছিলেন কারিশমা

শুভদিন অনলাইন রিপোর্টার:

বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে কারিশমা কাপুরের বাগদান হওয়ার পরও বিয়ে ভেঙে যায় কারিশমার। দুজন দুজনকে খুব ভালোবাসতেন। বিচ্ছেদের ঘটনা গভীরভাবে ছাপ ফেলেছিল অভিনেত্রীর মনে। সেই ধাক্কা ভুলতেই কারিশমা কাপুর সম্পূর্ণ অপরিচিত ব্যবসায়ী সঞ্জয় কাপুরের হাত ধরেছিলেন। তবে সেই বিয়েও টেকেনি।
দিন কয়েক আগে সেই সাবেক স্বামীকে হারিয়েছেন অভিনেত্রী কারিশমা কাপুর। এ নিয়ে দর্শকদের কিছু বক্তব্য নতুন করে সঞ্জয়-কারিশমার সম্পর্ককে কাঠগড়ায় তুলেছে। এর পরেই পরিচালক সুনীল দর্শকদের উদ্দেশে কিছু কথা বলেন। তিনি কারিশমাকে খুব কাছ থেকে চেনেন বলেও জানান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছেন, কারিশমা চেয়েছিলেন বিয়ের পর অভিনয় ছেড়ে সুখে ঘর-সংসার করতে। কিন্তু সে আর হলো কই? ভাঙা মন জুড়তে মায়ের কথা শুনে সম্পূর্ণ অপরিচিত একজনকে জীবনসঙ্গী বেছে নেওয়া ভুল হয়েছিল অভিনেত্রীর।
সুনীল বলেন, জীবনযাপনে, শিক্ষায়, সংস্কৃতিতে ও মানসিকতায় দিল্লি আর মুম্বাই একেবারেই পৃথক। কারিশমা নিজে প্রচণ্ড সংস্কৃতিমনস্ক, সমৃদ্ধ পরিবারের সন্তান। কিন্তু দিল্লিতে যে ধারায় জীবন চলে তার সঙ্গে মানানসই নয়। তাই হাজার চেষ্টা করেও শ্বশুরবাড়ির সঙ্গে মানিয়ে নিতে পারেননি অভিনেত্রী।
পরিচালক বলেন, সঞ্জয়ের জীবনে সাজানো-গোছানো ‘ট্রফি’ ছাড়া আর কিছুই ছিল না কারিশমা। আফসোস করে তিনি বলেন, নিজের কবর নিজেই খুঁড়েছিলেন অভিনেত্রী। কেবল তার বাবা, বর্ষীয়ান অভিনেতা রণধীর কাপুর বুঝেছিলেন, তার মেয়ে মস্ত ভুল করতে চলেছেন। তিনি বাধাও দিয়েছিলেন। মেয়ে এবং মেয়ের মা তার কথা শোনেননি। যার খেসারত কারিশমাকে আজীবন দিয়ে যেতে হবে বলেও জানান সুনীল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *