সোনারগাঁয়ে চাঁদাবাজির অভিযোগে পাল্টা সংবাদ সম্মেলন যুবদল নেতার

আনিসুর রহমান,নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদাবাজি, দখলবাজি ও চোরাই তেল ব্যবসার বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ প্রধান। বুধবার (৩০ জুলাই) সকালে সোনারগাঁয়ের মেঘনা নিউ টাউনে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে আশরাফ প্রধান দাবি করেন, গত ২৯ জুলাই বিভিন্ন গণমাধ্যমে ‘সোনারগাঁয়ে যুবদলের দুই নেতার চাঁদাবাজি’ শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, “এই খবরের মাধ্যমে আমাকে ও আমার পরিবারকে রাজনৈতিকভাবে হেয় করার অপচেষ্টা করা হয়েছে।”

তিনি বলেন, “বর্তমানে সোনারগাঁয়ে চাঁদাবাজি, দখলবাজি, চোরাই তেল ব্যবসা ও শিল্পকারখানায় আধিপত্য বিস্তার করে অর্থ আত্মসাতের সঙ্গে বিএনপিরই একটি প্রভাবশালী মহল জড়িত। বিশেষ করে উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে এসব অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।”

আশরাফ প্রধান আরও অভিযোগ করেন, “এই চক্রটি স্থানীয় পিরোজপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি জাকির হোসেন ওরফে পলিথিন জাকিরের সঙ্গে মিলে নৌপথে চাঁদাবাজি ও ডাকাতির সঙ্গে যুক্ত। গত কয়েকদিনে ৬ জন নৌচাঁদাবাজ এবং আরও ৩ জন ডাকাত পুলিশের হাতে আটক হয়েছে। এসব ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওও রয়েছে।”

তিনি দাবি করেন, “মেঘনা শিল্পনগরীর অন্তত ৩৮টি মিল-কারখানায় এই চক্রটি চাঁদাবাজি করছে। মেঘনা গ্রুপ ও বসুন্ধরা গ্রুপসহ অনেক প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ন্ত্রণে নিয়েছে তারা। রফিকুল ইসলাম বিডিয়ার হুলসিম, জয়নাল মেম্বার ক্যামিকেল মিল এবং তমিজউদ্দিন একটি কারখানা দখল করে রেখেছেন।”

তিনি স্বীকার করেন, “আমি ও আমার ভাই মাত্র তিনটি কারখানার দেখভাল করি, তবে কোনো চাঁদাবাজির সঙ্গে যুক্ত নই।”

এ সময় তিনি আরও অভিযোগ করেন, “আজহারুল ইসলাম মান্নানের ভাই আলআমি ও মাসুদ চোরাই তেলের ব্যবসা এবং ফুটপাত থেকে চাঁদা আদায়ের সঙ্গে জড়িত। তাদের ছেলে সজিব নৌপথের চাঁদাবাজির নিয়ন্ত্রণ করে এবং ঠিকাদারদের কাছ থেকে ৮০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত চাঁদা আদায় করে। এর শিকার হয়েছেন ঠিকাদার নজরুল ও শরীফ কন্টাক্টর।”

সংবাদ সম্মেলনে আশরাফ প্রধান বলেন, “আমি ৯০ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত, ছাত্রদল থেকে শুরু করে এখন যুবদলের দায়িত্ব পালন করছি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, তা রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া কিছু নয়। আমি চ্যালেঞ্জ করে বলছি—যদি আমার বিরুদ্ধে আনা একটি অভিযোগও কেউ প্রমাণ করতে পারে, তবে আমি দায় স্বীকার করে মাথা পেতে নেব।”

তিনি এ ধরনের ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদের তীব্র প্রতিবাদ জানান এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *