শুভদিন অনলাইন রিপোর্টার:
ফিলিস্তিনের পক্ষে নিজেদের অবস্থান জানানোর পর কানাডার ওপর অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। অটোয়ার সঙ্গে বাণিজ্যিক চুক্তি কঠিন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ১লা আগস্ট থেকে ট্রাম্পের আরোপিত শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে। এ মুহূর্তে নিজেদের বৃহৎ বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে এমন হুমকি ট্রাম্পের বাণিজ্য যুদ্ধকে আরও প্রকট করে তুলবে বলে মনে করেন বিশ্লেষকরা।
এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, নির্ধারিত সময়ের মধ্যে মেক্সিকো ও কানাডা বাণিজ্য চুক্তি না করলে তাদের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়ে রেখেছেন ট্রাম্প। বিশেষ করে যুক্তরাষ্ট্র-কানাডা ও মেক্সিকো মধ্যকার বাণিজ্য চুক্তির আওতাধীন নয় এমন পণ্যে উল্লিখিত পরিমাণ শুল্ক আরোপ করবেন তিনি। ট্রুথ সোশ্যালের এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ওয়াও! কানাডা মাত্র জানালো যে তারা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে। এই সিদ্ধান্ত তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে কঠিন বাধা হয়ে দাঁড়াবে।
এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা গঠনমূলক বলে উল্লেখ করেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তবে আলোচনার শেষ পরিণতি নিয়ে সংশয় ব্যক্ত করেছিলেন তিনি। দুই দেশের মধ্যে আলোচনা এখনও চলমান। কিন্তু এর মাধ্যমে সব পণ্যের ওপর থেকে মার্কিন শুল্ক এড়ানো অটোয়ার জন্য কঠিন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক অংশীদারিত্বের দিক থেকে মেক্সিকোর পরই কানাডার অবস্থান। এছাড়া যুক্তরাষ্ট্রের রপ্তানির বৃহৎ বাজারও অটোয়া। গত বছর যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৩৪৯ দশমিক ৪ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে কানাডা। আর যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে ৪১২ দশমিক ৭ বিলিয়ন ডলারের পণ্য। যুক্তরাষ্ট্রের আদমশুমারি তথ্য মতে, যুক্তরাষ্ট্রে অ্যালুমিনিয়াম ও স্টিল রপ্তানিতে শীর্ষে রয়েছে কানাডা। এ দুই পণ্যেই অতিরিক্ত শুল্ক দিয়েছেন ট্রাম্প।