আমিরুল ইসলাম অল্ডাম,মেহেরপুর জেলা প্রতিনিধি:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে মাহিয়া তাসনিম মায়ার কবরে শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। শুক্রবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে এই পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
উইং কমান্ডার রেহানা বিমান বাহিনীর প্রধানের পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে মরহুমার প্রতি শ্রদ্ধা জানান। এ সময় স্কোয়াড্রন লিডার ইকতিয়ার হোসেনসহ বিমান বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মাহিয়া তাসনিম ছিলেন চুয়াডাঙ্গার প্রয়াত প্রকৌশলী মোহাম্মদ আলীর কন্যা। সম্প্রতি একটি মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় তিনি মারাত্মকভাবে (৮০%) দগ্ধ হন এবং পরে মৃত্যুবরণ করেন।
তাকে তার নানাবাড়ি মুজিবনগরের জয়পুর গ্রামে দাফন করা হয়।