এবার নেপালের প্রধানমন্ত্রী পালালেন

আন্তর্জাতিক ডেস্ক:

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি মঙ্গলবার পদত্যাগ করেছেন।

কাঠমাণ্ডু থেকে এএফপি এ কথা জানিয়েছে।

গত কয়েক বছরের মধ্যে বিক্ষোভকারীদের ওপর সবচেয়ে ভয়াবহ দমন-পীড়নে কমপক্ষে ১৯ জন নিহত হওয়ার একদিন পর তিনি পদত্যাগ করলেন।

দেশটির প্রেসিডেন্টের কাছে লেখা এক চিঠিতে ওলি বলেন, ‘আমি আজ (মঙ্গলবার) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি। সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সমাধানের দিকে অধিকতর পদক্ষেপ নেওয়ার জন্য আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *