কাতারে ইসরাইলি হামলা, কেমন আছেন হামাস নেতারা?

শুভদিন অনলাইন রিপোর্টার:

হঠাৎ করেই কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। বর্বর এই হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন সেখানে অবস্থানরত হামাস নেতারা। নিরাপদেই আছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দোহায় হামাস নেতাদের অবস্থান লক্ষ্য করে অন্তত ১২টি বিমান হামলা চালায় ইসরাইল। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এসব তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, হামলায় হামাস নেতারা নিরাপদ থাকলেও ক্ষতিগ্রস্ত হয় তাদের শেলটার দেওয়া হোটেল। সেখানেই গাজায় যুদ্ধ বন্ধের শর্ত নিয়ে আলোচনা করছিলেন হামাস নেতারা। হামলার লক্ষ্য ছিল হামাসের শীর্ষ নেতা খলিল আল হাইয়া, জাহের জাবারিনসহ আরও কয়েকজন।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামলার সমন্বয়ক ছিলেন তিনি নিজেই।
এদিকে তেলআবিবের এমন পদক্ষেপকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়েছে কাতার। নিন্দা    জানিয়েছে ইরানসহ বেশ কয়েকটি আরব দেশ।
অন্যদিকে এই হামলায় খুবই অসন্তুষ্ট হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, কাতারে হামাস শীর্ষ নেতাদের ওপর ইসরাইলের হামলার ধরণ তাকে সন্তুষ্ট করেনি, এটি গাজায় শান্তি আলোচনার ভবিষ্যত অনিশ্চিত করে দিতে পারে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমি পুরো পরিস্থিতি নিয়ে খুশি নই। এটা ভালো পরিস্থিতি নয়। তবে একটাই কথা বলতে পারি — আমরা বন্দিদের ফেরত চাই, কিন্তু এই ঘটনা ঘটার ধরণে আমরা সন্তুষ্ট নই।’
উল্লেখ্য, ইসরাইলি সেনাবাহিনী মঙ্গলবার অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের সহযোগিতায় তাদের কাতারের রাজধানীতে হামাসের শীর্ষ নেতাদের ওপর হত্যাচেষ্টা চালায়।
এ হামলা এমন এক সময় হয়, যার ঠিক কয়েকদিন আগে ইসরাইলি সেনাপ্রধান ইয়ার জামির বিদেশে থাকা হামাস নেতাদের হত্যার হুমকি দেন। সেই হুমকির কয়েক ঘণ্টা পরই ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’র ঘোষণা করেন, তার দেশ যুক্তরাষ্ট্র প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা মেনে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *