নূর রিন্টু, বিশেষ প্রতিনিধি:
গতকাল ৯ সেপ্টেম্বর ২০২৫ ইং কুষ্টিয়া জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা মহিলা দলের আলোচনা সভা নারী নেত্রী কুমকুম রহমানের সভাপতিত্বে দলের কুষ্টিয়া জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সভার শুরুতে সভাপতি উপস্হিত সকল সদস্যকে ধন্যবাদ জানান,দলের ৪৭ তম প্রতিিষ্ঠা বার্ষিকীতে দলের নেতা কর্মীরা কেক কেটে ও মিষ্টি মুখে দিয়ে উল্লাস করেন।আলোচনা অনুষ্ঠানে বক্তৃতা করেন,কুষ্টিয়া জেলা বি এন পি’ র সদস্য সচিব ইন্জিনিয়ার জাকির সরকার,জেলা মহিলা দলের সভানেত্রী কুমকুম রহমান সহ আরও নেতৃবৃন্দ। এ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন কুষ্টিয়া জাতীয়তাবাদী মহিলা দলের ওয়ার্ড, ইউনিয়ন,উপজেলা ও জেলা মহিলা দলের নেতাকর্মীবৃন্দ।