মোঃনূরুল ইসলাম সবুজ, গাজীপুরঃ
বাংলাদেশ সেনাবাহিনী (ইগঞঋ) ও গাজীপুর সিটি কর্পোরেশনের যৌথ বাস্তবায়নে ফগার মেশিন পরিচালনা ও রক্ষাণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এ বিষয়ে আজ বুধবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশন কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল রানা। এ সময় অন্যান্যাদের মধ্যে বক্তব্য রাখেন গাসিক এর সচিব আমিন আল পারভেজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক। এ সময় অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: সোহেল রানা, সহকারী প্রকৌশলী রাসেল শাহরিয়ার ও সহকারী প্রকৌশলী আমজাদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক বাংলাভূমি পত্রিকার সম্পাদক মোঃ নজরুল ইসলাম আজহার, ভয়েজ অফ এশিয়া স্টাফ রিপোর্টার গাজীপুর এম এ ফিরোজ, দৈনিক কণ্ঠবাণী’র সম্পাদক জান—এ আলম, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, বাংলাভূমি’র মাল্টিমিয়ার ইনচার্জ মোঃ শাহাব উদ্দিন, সাংবাদিক মোঃনূরুল ইসলাম সবুজ, শাহনাজ পাটোয়ারী, রেজাউল করিম, শাহজাহান প্রমুখ।
এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল রানা প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, মানুষের আমানত খেয়ানত না করে সঠিক ভাবে প্রশিক্ষণের মাধ্যমে মশা নিধন কার্যক্রম সঠিক ভাবে পালনের নির্দেশ প্রদান করেন। এতে করে সিটির জনগণের মাঝে স্বস্তি ফিরে আসবে বলে তিনি মনে করেন। তিনি ডেংগু ও চিকনগুনিয়া জ্বর সম্পর্কে সবাইকে সচেতন থাকার জন্যে আহ্বান জানান।
আলোচনা অনুষ্ঠানে শেষে প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে একটি করে ফগার মেশিন হস্তান্তর করা হয়।