কালীগঞ্জে জমি দখল ও প্রাণনাশের হুমকি অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

মোঃ নূরুল ইসলাম সবুজ গাজীপুরঃ

গাজীপুরের কালীগঞ্জ থানার নাগরী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভুক্তভোগী হৃদয় চন্দ্র দাস তাঁর পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে মঙ্গলবার দুপুরে গাজীপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেন।

সেখানে তিনি অভিযোগ করেন, এলাকার একটি প্রভাবশালী চক্র তাঁর ক্রয়সূত্রে অর্জিত জমি জবর দখল, চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। সাংবাদিক সম্মেলনের আয়োজনে ছিলেন ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হৃদয় চন্দ্র দাস বলেন, গাজীপুর জেলার কালীগঞ্জ থানার সুজাপুর মৌজাস্থিত তাঁর ৩৪.৫০ শতাংশ জমি বৈধভাবে ক্রয় ও রেকর্ডভুক্ত, এবং দীর্ঘদিন ধরে তিনি শান্তিপূর্ণভাবে জমিটি ভোগদখল করে আসছেন। জমিতে একটি ছাপড়া ঘর, টিনের বেড়া ও ইটের বাউন্ডারি ওয়াল নির্মাণ করে তিনি নিয়মিত খাজনাও পরিশোধ করে আসছেন।

তিনি অভিযোগ করেন, সম্প্রতি শংকর রোজারিও ও লরেন্স কস্তা নামের একদল সন্ত্রাসী প্রায় ৫০-৬০ জন সহযোগী নিয়ে ওই জমিতে প্রবেশ করে জোরপূর্বক বাউন্ডারি ভেঙে ফেলে, তাঁর ঘর ও বেড়া গুড়িয়ে দেয় এবং ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়, এমনকি মিথ্যা মামলা দিয়ে হয়রানিরও ভয় দেখানো হয়।হৃদয় চন্দ্র দাস আরো জানান, আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি, প্রতিটি মুহূর্তে ভয় নিয়ে দিন কাটাচ্ছি।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে দ্রুত নিরপেক্ষ তদন্ত, অপরাধীদের গ্রেফতার এবং তাঁর সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানান। পাশাপাশি তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তাঁর ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলাউদ্দিন বলেন, এ সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, অপরপক্ষও থানায় এসে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে, তাদের দাবি, জমিতে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা দিলে তিনজনকে কুপিয়ে আহত করা হয়েছে, যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পরিস্থিতি যেন আর উত্তপ্ত না হয়, সে জন্য স্থানীয় প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছে এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *