আন্তর্জাতিক ডেস্ক:
গাজায় চলমান যুদ্ধবিরতির অন্যতম প্রধান মধ্যস্থতাকারী কাতারের আমির মঙ্গলবার হামাসের ওপর ধারাবাহিক মারাত্মক হামলার পর ইসরাইলের বিরুদ্ধে ১১ দিনের যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
শুরা কাউন্সিলের আইনসভায় বার্ষিক ভাষণে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি বলেন, ‘আমরা ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর সকল যুদ্ধবিরতি লঙ্ঘন এবং অনুশীলনের বিশেষ করে গাজা উপত্যকাকে মানুষের জীবনের জন্য অনুপযুক্ত এলাকা হিসেবে রূপান্তরিত করা (এবং) ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা পুনর্ব্যক্ত করছি।’