আনিসুর রহমান, সোনারগাঁ প্রতিনিধি:
সোনারগাঁওয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১লা নভেম্বর) দুপুর ১২টায় সোনারগাঁও উপজেলা পরিষদ সভাকক্ষে এ আয়োজন করে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা তাসলিমা আক্তার এবং সঞ্চালনা করেন দত্তপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মো. কবির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মো. তৌফিকুর রহমান।
সভায় বক্তারা বলেন, ১৯০৪ সাল থেকে বাংলাদেশে সমবায় আন্দোলন শুরু হয়, যার মূল লক্ষ্য হলো সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন সাধন। বর্তমানে সোনারগাঁওয়ে ১৫০টিরও বেশি সক্রিয় সমবায় সমিতি নিয়মিতভাবে কাজ করছে এবং সরকারের রাজস্ব প্রদান করছে।
অনুষ্ঠানে সফল সমবায় কার্যক্রম পরিচালনার স্বীকৃতি হিসেবে ক্রেস্ট প্রদান করা হয় নয়াপুর বাজারের কৃষক বাংলা বহুমুখী সমবায় সমিতি, ক্রিয়েটিভ মাল্টিপারপাস দত্তপাড়া সোনারগাঁও সমিতি এবং পঞ্চমীঘাট সাদিপুর ইউনিয়নের সততা বহুমুখী সমবায় সমিতিকে।
এছাড়া দক্ষ পরিচালনার জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় তিনজনকে —
১. আফরিম খানম (হাবিপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি)
২. মো. কবির হোসেন (ক্রিয়েটিভ মাল্টিপারপাস দত্তপাড়া সমবায় সমিতি)
৩. হোসনে আরা বেগম (নকশি কাঁথা সমবায় সমিতি)।
অনুষ্ঠানের শেষে উপজেলা সমবায় কর্মকর্তা তাসলিমা আক্তার সকল সমবায়ী সদস্যদের আন্তরিক প্রচেষ্টা ও অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে সমবায় আন্দোলনকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।