শুভদিন অনলাইন রিপোর্টার:
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, কল্যাণরাষ্ট্র গঠন করতে হলে প্রবীণদের অতীত অভিজ্ঞতা, জ্ঞানের আলো আর জীবনের বাস্তবতা নিয়ে নবীনদের সৃজনশীলতার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি বলেন, নবীন ও প্রবীণ এই দুই প্রজন্ম আলাদা নয়; বরং একটিই জীবন, যার দুই অধ্যায়। আজকের নবীনরাই আগামী দিনের প্রবীণ উল্লেখ করে তিনি বলেন, প্রবীণ ও নবীনদের অভিজ্ঞতা আর উদ্যম মিলেই তো গড়ে উঠবে একটি পরিপূর্ণ সমাজ তথা কল্যাণময়ী রাষ্ট্র।
উপদেষ্টা আজ ঢাকায় খিলগাঁও পল্লীমা সংসদ কনফারেন্স হলে দিনব্যাপী নবীন-প্রবীণ আন্তঃপ্রজন্ম মিলনমেলা-২০২৫ সম্মেলন উপলক্ষ্যে নবীন-প্রবীণ আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, বয়স্ক ভাতা ৬১ লাখে, বিধবা ভাতা ৩৫ লাখে উন্নীত করা এবং এমনকি সকল ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে, প্রবীণদের জন্য বৈদেশিক অর্থায়নে ৪০০টি ক্লাবের পাশাপাশি আরো ৬০০টি ক্লাব তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, ক্লাবগুলোতে প্রতিমাসে নবীন-প্রবীণদের মিলনমেলার আয়োজন করা হলে প্রবীণদের সংস্পর্শ ও পরামর্শে নবীনদের সৃজনশীলতা বৃদ্ধি পাবে।
উপদেষ্টা প্রবীণদের উদ্দেশ্যে বলেন, আপনারা নবীনদের নিয়ে বসুন এবং আলোচনা করুন কীভাবে দেশকে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং সুন্দর বাংলাদেশ গড়ে তোলা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খান, অতিরিক্ত পরিচালক এম এম মাহমুদুল্লাহ, বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান চপল, প্রবীণদের মধ্যে ফজলুল কবির এবং নবীনদের মধ্যে এডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভি, ছোঁয়া ও আনিকা আনজুম প্রমুখ। স্বাগত বক্তৃতা করেন নবীন প্রবীণ আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাবের মুখ্য উদ্যোক্তা ও আহ্বায়ক মু. হাফিজুর রহমান ময়না।