বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুর ও বদলগাছী উপজেলায় দুইটি বিশ্বমানের টেকনিক্যাল ইনস্টিটিউট তৈরি করার কথা বলেন মহাদেবপুর-বদলগাছী আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ফজলে হুদা বাবুল। ১৫ নভেম্বর (শনিবার) বিকেলে মহাদেব পুর উপজেলা ডাকবাংলো অডিটোরিয়ামে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
মতবিনিময় সভার প্রধান অতিথি ফজলে হুদা বাবুল বলেন, বর্তমানে আমাদের এই এলাকায় শিক্ষার মান এতোটাই কমে গেছে যে, গত বিসিএস পরীক্ষায় এ উপজেলা থেকে মাত্র ৩ জন উত্তীর্ণ হয়েছে। যোগ্য শিক্ষার্থী তৈরিতে এ টেকনিক্যাল ইনস্টিটিউটে উচ্চ মেধাসম্পন্ন শিক্ষক এনে নামমাত্র বেতনে শিক্ষার্থীদের লেখাপড়া করানো হবে। এমনভাবে এই শিক্ষার্থীদের তৈরি করা হবে যেন লেখাপড়া শেষ হওয়ার সাথে সাথেই যেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যায়। এ ছাড়াও বিগত সরকারের সময় তুলনামূলক ভাবে কম যোগ্যতা ও কম মেধাবী শিক্ষকের নিয়োগ হয়েছে। সেকারণে এ এলাকায় শিক্ষিত বেকারের হার বেড়েছে। প্রতিযোগিতার পরীক্ষায় তারা টিকতে পারছেন না। এ এলাকার বেকারত্ব দূর করার জন্য বদলগাছীতে একটি আমের জুস ফ্যাক্টরি তৈরি করাসহ অন্যান্য ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য বিভিন্ন ব্যবসায়ীদের সাথে আলোচনা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮ নওগাঁ ৩ আসনে আমাকে মনোনয়ন দিয়েছে। আমি যদি ভোটে নির্বাচিত হতে পারি তাহলে এই মহাদেবপুর-বদলগাছী থানা থেকে মাদক ও দূর্ণীতি বন্ধে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবো।
উক্ত মতবিনিময় সভায় সাংবাদিক গোলাম রসুল বাবুর সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের সভাপতি মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, উপজেলার চারটি প্রেসক্লাবের বিভিন্ন সদস্যরা। এর আগে মুক্তিযোদ্ধাদের সাথে তিনি মতবিনিময় সভা করেন।