আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সোনারগাঁ জোনাল অফিসে কর্মরত লাইনম্যান রেজাউল করিম, পিতা নয়া মিয়া, মাতা রেজিয়া খাতুন এর বিরুদ্ধে ভয়াবহ প্রতারণার অভিযোগ উঠেছে। চাকরি বাঁচানোর নাম করে এক নারী ভুক্তভোগীর কাছ থেকে আড়াই লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক হওয়ার অভিযোগে এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী আন্না আখতার, স্বামী মোঃ শাহিন, গ্রাম দৈলেরবাগ, সোনারগাঁ পৌরসভার বাসিন্দা, অভিযোগ করেন যে চাকরি রক্ষার অজুহাতে রেজাউল করিম আন্না আক্তারের কাছে আর্থিক সহায়তা চান। মানবিক কারণে তিনি অন্যের কাছ থেকে ঋণ নিয়ে চার দফায় মোট ২ লাখ ৫০ হাজার টাকা নগদে রেজাউল করিমকে প্রদান করেন।
কিন্তু নির্ধারিত সময় পার হলেও রেজাউল করিম টাকা ফেরত দেননি। বারবার যোগাযোগের পরও তিনি ‘দিচ্ছি, দিচ্ছি’ বলে সময়ক্ষেপণ করতে থাকেন। পরবর্তীতে হঠাৎ করে সোনারগাঁ জোনাল অফিস থেকে বদলি হয়ে অন্যত্র চলে যান। এরপর থেকে তিনি ফোনে যোগাযোগের চেষ্টা করলেও আর সাড়া দেননি।
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, সরকারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে থেকে এমন প্রতারণামূলক কর্মকাণ্ড পুরো পল্লী বিদ্যুৎ বিভাগের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করছে।
তারা দ্রুত এ ঘটনার তদন্ত ও দোষী লাইনম্যানের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী আন্না আখতার জানিয়েছেন, তিনি ইতোমধ্যে বিষয়টি লিখিতভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ আকারে দাখিলের প্রস্তুতি নিচ্ছেন।