দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ৩ মাস ব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

শুভদিন অনলাইন রিপোর্টার:

দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তিন মাস মেয়াদি প্রশিক্ষণ কোর্সের (পঞ্চম ব্যাচ) উদ্বোধন করা হয়েছে। এ ধাপে ৩ হাজার ৬০০ জন যুব-যুবতী কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ পাবেন।

আজ (রবিবার) সকালে সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল অনলাইনে যুক্ত হয়ে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। এতে দেশের ৪৮টি জেলার প্রশিক্ষণার্থীরাও ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্ত ছিলেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নাধীন এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। দেশের ৮টি বিভাগের ৪৮ জেলায় একযোগে এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এরইমধ্যে চারটি ব্যাচে যুব ও যুবতীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ১৮ হতে ৩৫ বছর বয়সী কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কর্মপ্রত্যাশী যুব ও যুব নারীরা এ প্রশিক্ষণের সুযোগ পেয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ড. আসিফ নজরুল প্রকল্পের সার্বিক ব্যবস্থাপনা ও প্রশিক্ষণার্থীদের সফলতা জেনে অভিভূত হন এবং এ প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন। দেশের বেকারত্ব লাঘব ও প্রতারণা এড়াতে এ প্রকল্পের ভূমিকা অনিস্বীকার্য বলে তিনি মন্তব্য করেন। তিনি এ জাতীয় প্রকল্পের আওতায় ১৭২০০ জন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে জেনে বলেন “১৭ হাজার নয় ১৭ লক্ষ প্রশিক্ষণার্থীদের এ প্রশিক্ষণের আওতায় আনা উচিৎ” যাতে দেশের কর্মপ্রত্যাশী যুবরা বেকারত্বের অভিশাপ থেকে বের হয়ে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নিজেকে, পরিবারকে তথা দেশকে সমৃদ্ধ করতে পারে। শুধুমাত্র প্রকল্পের মধ্যেই সীমাবদ্ধ না থেকে মন্ত্রণালয়ের সক্ষমতা যাচাইপূর্বক মেইন স্ট্রীমের আওতায় এ ধরনের কার্যক্রম চালু রাখার বিষয়েও তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, জানুয়ারি ২০২৪ হতে ডিসেম্বর ২০২৬ মেয়াদে সম্পূর্ণ জিওবি অর্থায়নে ২৯৯ কোটি ৯৯ লক্ষ টাকা প্রাক্কলিত ব্যয়ে ২৮৮০০ জন প্রশিক্ষণার্থীর লক্ষ্যমাত্রা নিয়ে ১ জানুয়ারি ২০২৫ হতে দেশের ৪৮টি জেলায় একযোগে এ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। অদ্যাবধি ৪৮টি জেলায় ৪টি কোয়ার্টারে প্রতি কোয়ার্টারে ৩ মাস ব্যাপী প্রশিক্ষণ কোর্সের আওতায় মোট ১০,৮০০ জন যুব ও যুব নারী প্রশিক্ষণার্থী সফলভাবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সম্পন্ন করেছে। প্রশিক্ষণ কোর্সে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ফ্রিল্যান্সিং, বেসিক ইংলিশ, ডিজিটাল মার্কেটিং, সফট স্কিল ট্রেনিং, স্মার্টফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *