মোঃ রওশন হাবিব
নিশ্চিহ্ন হয়ে গেল রাফা ও গাজা
পৃথিবীর মানচিত্র থেকে,
বোমার আঘাতে মানবদেহ খন্ডবিখন্ড
হয়ে উড়লো আকাশে।
চোখবেঁধে মানুষকে ভবন থেকে ফেলে
নীচ হতে করছে গুলি,
ড্রোন দিয়ে খুঁজে খুঁজে মানুষ হত্যা
কেমনে এই দৃশ্য ভুলি।
ধ্বংসস্তুপে পরিণত হয়েছে ফিলিস্তিন
ইসরাইলের হামলায়,
মুসলিম দেশগুলো চেয়ে চেয়ে দেখলো
নিরব দর্শকের ভূমিকায়।
আমেরিকার শক্তির কাছে সবাই পদানত
সবাই বড় অসহায়,
বিধাতার এ কেমন লীলাখেলা ভূবনে
বুঝা বড়ই দায়।